ভাবনার ভ্রান্তিবিলাস
লিখেছেন লিখেছেন মামুন ২১ অক্টোবর, ২০১৪, ০৮:১১:১৮ সকাল
ভাবনার ভ্রান্তিবিলাস
.
লাল ফিতায় মার্ক করা প্রিয় কবিতার বুক চিরে
বিবর্ণ কিছু গোলাপ পাপড়ি,
বছর কয়েকের হাইবারনেশন থেকে
সুবাস ছড়াতেই, জেগে উঠে
উচ্ছলতায় বোনা কিছু নষ্ট স্মৃতিরা।
.
নানান রঙের মাঝে রঙহীন জীবনের
দুরন্ত সেই ঘুনপোকারা এখন আরো অলস।
স্বপ্নহীন চাওয়াপাওয়া গুলো কাঠের ফ্রেমে বন্দী
ছবির মতো, প্লেটোনিক ভালবাসার
আদিম উন্মত্ততায় নির্বাক চেয়ে রয়।
.
কবে কোন বকুল ফুলের মালাকে ঘিরে
তোমার-আমার সেই স্মৃতির করিডোর,
হাসি-কান্নার চাঁপা বোবা প্রতিধ্বনিতে
জেগে উঠে নিরন্তর।
.
এখনো গোলাপ ফোটে অবিরাম,
বকুলেরা ঝরে ঝরে সুবাস রেখে যায়
পথিকের পদভারে ক্লান্ত পথের বুকে। আর
সময়ের ফেরে ক্লান্ত আমি খুঁজে ফিরি তোমায়।
বন্ধু! একবারও কি ভাবো? আছি কোন সুখে?
বিষয়: সাহিত্য
৭৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও আল্লাহপাক ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
নান্দনিক অসাধারণ কাব্যিকতা অনুভূতির ছোট্ট আংগিনাকে সীমাহীনতায় প্রসারিত করে...।
ফুটন্ত গোলাপের পাপড়ি ভেজা-
সুবাসিত বকুলের গন্ধ মাখা-
একরাশ শুভ কামনাময় আকুলতা-
ভাল থাকা হয় যেন শ্রদ্ধেয় মামুন ভাই....!!
অভিভূত হলাম।
অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
বকুলেরা ঝরে ঝরে সুবাস রেখে যায়
পথিকের পদভারে ক্লান্ত পথের বুকে। আর
সময়ের ফেরে ক্লান্ত আমি খুঁজে ফিরি তোমায়।
বন্ধু! একবারও কি ভাবো? আছি কোন সুখে?
খুবই ভাল লাগল ।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতি রেখে গেলে, সেজন্য অনেক ধন্যবাদ। তবে সব কান্না এখনই শেষ করে ফেলনা।
জাজাকাল্লাহু খাইর।
নিজের একটা কথা মনে পড়ে গেল-
ছাত্রজীবনে আমার এক ছেলেবন্ধুর উপহার দেয়া একটা গোলাপের ডাল নিজের বাগানে লাগিয়ে সেটাতে প্রথম যে গোলাপ ফুটেছিল তার পাঁপড়িগুলো এখনো সংরক্ষিত আছে স্টীলট্রাংকের ভেতর একটা কৌটায়-
নিতান্তই ছেলেমী মনে হয়- তবুও রেখেছি-
সেই বন্ধু যে কোথায় কেমন আছে তা-ও জানিনা!
তাকে স্মরণ করি, দোয়া করি
আসলেই মানুষ বড় স্মৃতিকাতর, যুক্তির অগম্য সে জগত
মন্তব্য করতে লগইন করুন